ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যঘাটতি কমানোর মিশন নিয়ে বাণিজ্যমন্ত্রী দিল্লিতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০
বাণিজ্যঘাটতি কমানোর মিশন নিয়ে বাণিজ্যমন্ত্রী দিল্লিতে

ঢাকা: ভারতের সঙ্গে বাণিজ্যঘাটতি কমানোসহ দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের পাঁচ ইস্যু নিয়ে কথা বলতে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধিদল বৃহস্পতিবার বিকেল ৩টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন।

সফরের আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।



ফাইটের আগে দুপুরে তিনি বাংলানিউজকে বলেন, ‘‘ভারতে রপ্তানির জন্য ‘স্পর্শকাতর পণ্যে’র তালিকা কমিয়ে আনা, বাংলাদেশে পাটের তৈরি ব্যাগ ভারতে রপ্তানি, তুলা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং সীমান্ত হাট নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করার মতো ইস্যুগুলো রয়েছে সফরের এজেন্ডায়। ’’

তবে এজেন্ডার বাইরেও বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছে প্রতিনিধিদলটি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তঃবাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর বিষয়গুলো নিয়ে ভারতীয় পক্ষের সঙ্গে আলোচনা হবে। ’

তিনি বলেন, ‘সফরে সীমান্ত হাটবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। ’

প্রতিনিধি দলে আছেন সাতজন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। তারা ২৪ অক্টোবর দেশে ফিরবেন।

সফরকালে দলটি সেদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে বৈঠক করবে। উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী পিকে হ্যান্ডিকের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।

এছাড়া ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজসহ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে প্রতিনিধিদল দ্বিপীয় আলোচনা করবে।

প্রতিনিধিদলের সদস্য বাংলাদেশ-ভারত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বাংলানিউজকে বলেন, ‘ভারতের বাজারে বাংলাদেশের পণ্যের কালো তালিকা (সেনসেটিভ লিস্ট) থেকে পণ্যের সংখ্যা কমাতে ভারতকে বিশেষ অনুরোধ জানানো হবে। ’

প্রতিনিধিদলের অপর সদস্য তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন ‘বিজিএমইএ’র সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বাংলানিউজকে বলেন, ‘ভারতের বাজারে আমাদের তৈরি পোশাকের কোটামুক্ত প্রবেশাধিকারের ব্যাপারে আমরা কথা বলবো। ’

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, বাংলাদেশের ৪৬০টি পণ্য ভারতের স্পর্শকাতর তালিকায় রয়েছে। এর মধ্য থেকে ৬১টি পণ্য বাদ দেওয়ার জন্য ভারতের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়টিও ফয়সালা হওয়ার আশা করছে বাংলাদেশ।  

সফরসঙ্গী বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রুহুল আমিন সরকার জানান, স্পর্শকাতর পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ৬১টি পণ্যের মধ্যে ৫০টিই বিভিন্ন ধরনের তৈরি পোশাক। ’

সূত্র জানায়, উভয় দেশের সীমান্তে দেড় কিলোমিটার দূরত্বে বসবে ‘সীমান্ত হাট’। বাণিজ্য লেনদেনে বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে টাকা ও ভারতীয় রুপি। সীমান্ত হাটে ব্যবসা করার জন্য হাটের ৭৫ কিলোমিটারের মধ্যে বসবাসকারী উভয় দেশের নাগরিকদের বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে। প্রাথমিকভাবে ১২টি কৃষিপণ্য ওই হাটে বিক্রি হবে।

২০০৮-০৯ অর্থবছরে ভারত ও বাংলাদেশের বাণিজ্যে বাংলাদেশের প্রতিকূলে বাণিজ্য ঘাটতির পরিমাণ ২৫৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার (১৭ হাজার ৯শ ৬২ কোটি টাকা)।

প্রতিনিধিদলে যারা রয়েছেন:

প্রতিনিধিদলের সরকারি কর্মকর্তারা হলেন বাংলাদেশ স্থল-বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান একেএম ইয়াহিয়া, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক) হুসেইন আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এফটিএ) ড. মো. রুহুল আমিন সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (দক্ষিণ এশিয়া) মেহেদী হাসান, খাদ্য অধিদপ্তরের পরিচালক এলাহীদাদ খান ও বিএসটিআইয়ের পরিচালক (মান) ড. সৈয়দ হুমায়ুন কবির।

বেসরকারি প্রতিনিধিদের মধ্যে রয়েছেন, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট একে আজাদ, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আনিসুল হক, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ,

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ, এফবিসিসিআইয়ের পরিচালক এমএ মোমেন, এমসিসিআইয়ের প্রাক্তন পরিচালক স্যামসন এইচ চৌধুরী, বিজিএমইয়ের ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান,

বিজিএমইএয়ের পরিচালক আরশাদ জামাল দিপু, বিএফএলএলএফইএ’র চেয়ারম্যান এমএ রশিদ ভূঁইয়া, বিকেএমইএ’র ভাইস প্রেসিডেন্ট এএইচ আসলাম সানি, উইমেন চেম্বারের প্রেসিডেন্ট সেলিমা আহমাদ, বিটিএমইএ’র প্রেসিডেন্ট আব্দুল হাই

সরকার, বিজেএমইএ’র সাবেক চেয়ারম্যান কামরান টি রহমান, ডিসিসিআইয়ের পরিচালক নেসার মাকসুদ খান, টি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরদাশির কবির এবং সামিট অ্যালায়েনস পোর্টের নাসের রিজভী।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ২১ অক্টোবর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।