ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চাঙা বাজারে একদিনে লেনদেন বেড়েছে ৫১৫ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০

ঢাকা: একদিনের ব্যবধানে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৫১৫ কোটি টাকা। লেনদেন বাড়ার পাশপাশি বেড়েছে সাধারণ মূল্যসূচকও।



এদিন লেনদেনের মোট পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৪২৩ কোটি ৪৬ লাখ টাকা। এছাড়া সাধারণ মূল্যসূচক ৯২ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে প্রথমবারের মতো ৭ হাজার ৬১৫ দশমিক ৩৭ পয়েন্টে উন্নীত হয়।

সপ্তাহের শেষ দিন ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বাজার মূলধনে নতুন রেকর্ড হয়েছে। এদিন প্রথমবারের মতো ডিএসইর বাজার মূলধন ৩ লাখ ২৮ হাজার ৭৯২ কোটি টাকায় উন্নীত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ বাজার মূলধন।

দিনশেষে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে ১৪৮টির দাম বেড়েছে, কমেছে মাত্র ৮৮টির এবং বাকি ৬টির দাম অপরিবর্তিত। এদিন ব্যাংক, প্রকৌশল, সিমেন্ট, খাদ্য ও টেলিকমিউনিকেশন খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও বেড়েছে সিরামিকস, আর্থিক প্রতিষ্ঠান, বীমা ও জ্বালানি খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: তিতাস গ্যাস, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লি., পিপলস্ লিজিং ফাইন্যান্স অ্যান্ড সার্ভিসেস লি., উত্তরা ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, ডেসকো লি., আরএন স্পিনিং, সামিট পাওয়ার, ও বে-লিজিং।

দাম বাড়ার দিকে দিয়ে প্রধান ১০টি কো¤পানি: সোনালী আঁশ, সোনারগাঁও টেক্সটাইল, তিতাস গ্যাস, পদ্মা অয়েল, ফার্মা এইড, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, ন্যাশনাল টি কোম্পানি, বে-লিজিং, জুট স্পিনার্স ও এটলাস বাংলাদেশ।

দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:  আনোয়ার গ্যালভানাইজিং, মুন্নু স্ট্যাপলার, রহিম টেক্সটাইল, দুলামিয়া কটন, ইমাম বাটন, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড  ইনভেস্টমেন্ট, এশিয়া ইন্সুরেন্স, ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক, দেশ গার্মেন্টস ও এপেক্স ফুডস।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।