ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

নর্থ বেঙ্গল চিনিকলে উৎপাদন শুরু

আল মামুন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০
নর্থ বেঙ্গল চিনিকলে উৎপাদন শুরু

নাটোর: নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলে ১২ হাজার ৭’শ মেট্রিক টন চিনি উৎপাদনের ল্য নিয়ে ২০১০-১১ মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।

এ সময় উস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবু তালহা, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান রনজিৎ কুমার বিশ্বাস ও মিলের ব্যবস্থাপনা পরিচালক হারিছ আলী প্রমুখ।

নর্থ বেঙ্গল চিনিকলে চলতি মৌসুমে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১২ হাজার ৭শ’ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি উৎপাদনের হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ ভাগ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।