ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এমডিজি পূরণের প্রধান হাতিয়ার পরিসংখ্যান: পরিকল্পনামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০
এমডিজি পূরণের প্রধান হাতিয়ার পরিসংখ্যান: পরিকল্পনামন্ত্রী

ঢাকা: পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার বলেছেন, ‘দারিদ্র  হ্রাসের কৌশল (পিআরএস) নির্ধারণ ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) পূরণের প্রধান হাতিয়ার পরিসংখ্যান। ’

শুক্রবার সকালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মহাখালী ক্যাম্পাসে বাংলাদেশ পরিসংখ্যান সমিতি ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত ‘সবার জন্য পরিসংখ্যান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।



বক্তৃতায় পরিসংখ্যান ব্যুরোকে সমসাময়িক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়কে সহায়তার আহবান জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘সঠিক পরিসংখ্যান খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ সব মৌলিক চাহিদায় স্বয়ংসম্পূর্ণ হতে দেশ ও সরকারকে সহায়তা করে। ’

বাংলাদেশ পরিসংখ্যান সমিতি সভাপতি ড. এম নূরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান বিভাগের সচিব রিতি ইব্রাহীম। এছাড়া সেমিনারে বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. এম মজিবর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ শিকদার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি ড. মোহাম্মদ ফরাশ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে রিতি ইব্রাহীম বলেন, ‘২০১১ সালের ১৫ থেকে ১৯ মার্চ অনুষ্ঠেয়  পঞ্চম আদমশুমারি সফল করা শুধু পরিসংখ্যান ব্যুরো বা সরকারের কাজ নয়, এটা গোটা জাতির কাজ। ’

তিনি বলেন, ‘বাংলাদেশের সঠিক জনসংখ্যা কত তা গণনা করাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর লক্ষ্য। ’  

এ লক্ষ্যে পৌঁছতে সঠিক তথ্য দিয়ে পরিসংখ্যান কর্মীদের সহায়তা করতে দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।    

ড. মোহাম্মদ ফরাশ উদ্দিন বলেন, ‘জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী বিশ্বে ১০ শতাংশ মানুষ প্রতিবন্ধী। ’

প্রতিবন্ধীরা যাতে গণনা থেকে বাদ না পড়ে তা খেয়াল রাখতে জনগণ ও পরিসংখ্যান কর্মীদের প্রতি আহবান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।