চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র আসন্ন দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের খসড়া ভোটার তালিকার বিষয়ে আপত্তি দাখিল করেছেন সংগঠনের কয়েক ভোটার।
বুধবার (৫ জুন) চেম্বারের নির্বাচনি আপিল বোর্ড বরাবর এ আপত্তি দাখিল করা হয়।
নির্বাচনি আপিল বোর্ড বরাবর দাখিল করা আপত্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠানের জন্য গত ৩ জুন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে অসঙ্গতিপূর্ণভোটার ও ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী ৬৯৯ জন সাধারণ ভোটারের মধ্যে ২৬৭ জন অসঙ্গতিপূর্ণও ভুয়া ভোটারের নাম রয়েছে। এছাড়া ২৫০ জন সহযোগী ভোটারের মধ্যে ১৪৭ জন অসঙ্গতিপূর্ণ ও ভুয়া ভোটারের নাম রয়েছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে আপত্তি উত্থাপনকারীরা দাবি করেছেন।
সাধারণ ও সহযোগী ভোটারের খসড়া তালিকার বিষয়ে দু’টি আলাদা আপত্তি দাখিল করা হয়েছে। অপত্তিপত্রে স্বাক্ষর করেছেন সাইফুল হাসান জোয়ার্দ্দার, ভোটার নং-৭২, মো. আলাউদ্দীন হেলা, ভোটার নং-৭৬, মুন্সি আলমগীর হান্নান, ভোটার নং-২৬১, মো. আরেফিন আলম রঞ্জু, ভোটার নং-৭৪, সালমান হাসান জোয়ার্দ্দার, ভোটার নং-১১ এবং রোকনুল হাসান, ভোটার নং-৩৭।
আপত্তিকারীরা দাবি করেছেন, অবিলম্বে প্রকাশিত খসড়া ভোটার তালিকা সংশোধন এবং প্রশাসক নিয়োগের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
গত ১৫ মে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিলে গত ৩ জুন খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং ৫ জুন খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি দাখিলের সময় নির্ধারণ করা হয়। তফসিলে আগামী ৩ আগস্ট নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জুন ৫, ২০২৪
জেএইচ