ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পরিবেশ-বন-জলবায়ুতে বরাদ্দ বাড়ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুন ৬, ২০২৪
পরিবেশ-বন-জলবায়ুতে বরাদ্দ বাড়ছে

ঢাকা: পরিবেশ সুরক্ষায় বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (০৬ জুন) ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ প্রস্তাব করেন।

এবারের বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য পরিচালনা খাতে ৭২৮ কোটি টাকা এবং উন্নয়ন খাতে এক হাজার ৪০৩ কোটি টাকাসহ মোট দুই হাজার ১৩১ কোটি টাকা রাখার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। গত বছর বরাদ্দ দেওয়া হয়েছিল দুই হাজার ৭১ কোটি টাকা।

এবারের বাজেটে বন অধিদপ্তরের আওতায় এক হাজার ১০৮ হেক্টর ব্লক বাগান, এক হাজার ৫০০ হেক্টর ম্যানগ্রোভ বাগান এবং ৬৩০ কিলোমিটার স্ট্রিপ বাগান সৃজন; বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, কক্সবাজারের উন্নয়ন ও সম্প্রসারণ; টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প বাস্তবায়ন; মহামায়া ইকো-পার্কের জীব বৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন; সুন্দরবন সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন; শিল্প দূষণ রোধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর প্রয়োগ নিশ্চিতকরণ এবং অব্যাহত রাখা; দূষণ সৃষ্টিকারী শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা; বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহুড ইন ভালনারেবল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ (বিসিআরএল); বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বেস্ট) প্রকল্প বাস্তবায়ন এবং মাঠ জরিপের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান হতে তথ্য, ছবি, ফুল-ফল সমেত ২৬ হাজার উদ্ভিদ নমুনা সংগ্রহ এবং প্রক্রিয়াজাতপূর্বক সংরক্ষণ; ট্যাক্সোনমিক গবেষণার মাধ্যমে ২৫ হাজার উদ্ভিদ নমুনা সনাক্তকরণ এবং ২৪ হাজার হারবেরিয়াম শিটের ডিজিটাল ডাটাবেজ প্রস্তুতকরণের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ০৬, ২০২৪
ইইউডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।