ঢাকা: বুধবার (১৯ জুন) থেকে নতুন সময়সূচি সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে চলবে ব্যাংক।
গত ৯ জুন আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়।
নির্দেশনা অনুযায়ী বুধবার থেকে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
পবিত্র ঈদুল আজহার আগ পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়েছে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা এবং ব্যাংকগুলোর লেনদেন বহির্ভূত অন্যান্য কার্যক্রম চলেছে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সেই হিসেবে ঈদের পর প্রথম কর্মদিবস থেকে ব্যাংক লেনদেন আধা ঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
জেডএ/আরবি