ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

জুনের তিন সপ্তাহে রেমিট্যান্স এলো ১৯১ কোটি ৪৩ লাখ ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
জুনের তিন সপ্তাহে রেমিট্যান্স এলো ১৯১ কোটি ৪৩ লাখ ডলার

ঢাকা: জুনের ২১ দিনে মোট প্রবাসী আয় এলো ১৯১ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২২ হাজার ৩৯৮ কোটি টাকা (প্রতি ডলার ১১৭ টাকা হিসাবে)।

রোববার (২৩ জুন) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

ঈদের আগে দুই সপ্তাহে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ১১ কোটি ৭৬ লাখ ২৪ হাজার ২৮৫ মার্কিন ডলার। ঈদের পর ২১ জুন অবধি প্রতিদিনের প্রবাসী আয় কমে দাঁড়াল ৯ কোটি ১১ লাখ ৬০ লাখ ৪৭৬ ডলারে।

ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১১৭ টাকা করার সঙ্গে সঙ্গে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়তে থাকে। জুন মাসে দুই সপ্তাহে প্রতিদিন প্রবাসী আয় আসার পরিমাণ এ যাবৎ কালের সর্বোচ্চ পর্যায়ে উঠে। কিন্তু ঈদের সপ্তাহে এই ধারা কিছুটা কমে আসে।

আগের মাসের প্রতিদিন প্রবাসী আয় প্রবাহ পর্যালোচনা করলে দেখা যায়, চলতি বছরের মে মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৫১ লাখ ২৯ হাজার ৩৩৩ ডলার। আর আগের বছর ২০২৩ সালের জুন মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৩৩ লাখ ২ হাজার ৬৬৬ মার্কিন ডলার। এ হিসাবে জুন মাসে প্রবাসী আয় প্রবাহ এখনও ইতিবাচক।

তথ্যে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪৪ কোটি ১৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ২৪ লাখ ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪১ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংগুলোর মাধ্যমে এসেছে ৪৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
জেডএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।