ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

খাদ্যগুদাম নির্মাণে টাকা দেবে বিশ্বব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০

ঢাকা: দেশের বিভিন্ন স্থানে খাদ্যগুদাম নির্মাণ করতে বাংলাদেশকে দু’ হাজার একশ’ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক। এ টাকা দিয়েই নির্মিত হবে আধুনিক সুযোগ-সুবিধা থাকা এসব খাদ্যগুদাম বা সাইলো।

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক প্রেস  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তা মাসুদ আহমেদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, খাদ্যগুদাম নির্মাণের স্থান নির্বাচনের সম্ভাব্যতা যাচাই করতে সাত কোটি টাকা বরাদ্দ রয়েছে। ইমারজেন্সি সাইকোন রিকভারি অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট (সিআরআরপি)-তে এ অর্থ বরাদ্দ দেওয়া আছে।
সম্ভাব্যতা যাচাই শেষে নির্ধারিত স্থানে এসব গুদাম নির্মাণ করা হবে। এজন্য দ্রুত সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করার সিদ্ধান্ত হয়।

বৈঠকে খাদ্য বিভাগের সচিব বরুণ দেব মিত্র, অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান, ইআরডি ও পরিকল্পনা কমিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।