ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভেঙে দেওয়া হবে এস আলমের সব ব্যাংকের বোর্ড: গভর্নর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
ভেঙে দেওয়া হবে এস আলমের সব ব্যাংকের বোর্ড: গভর্নর বাংলাদেশ ব্যাংকে প্রেস ব্রিফিংয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুর

ঢাকা: এস আলমের নিয়ন্ত্রণাধীন সব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, গতকাল ন্যাশনাল ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে।

আমরা তাড়াহুড়ো   করছি না। ক্রমান্বয়ে এসব ব্যাংকের বোর্ডগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (২১ আগস্ট) দুপুরে বাংলাদেশ ব্যাংকে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে তিনি ইসলামী ব্যাংকের বোর্ড দুই-একদিনের মধ্যে ভেঙে দেওয়া হবে বলে ঘোষণা দেন।

ইসলামী ব্যাংক ছাড়াও যেসব ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে সেগুলো হলো—সোস্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও কমার্স ব্যাংক।

এর আগে গত ১৯ আগস্ট (সোমবার) এসব ব্যাংকের ঋণ বিতরণ সীমাবদ্ধ করে দিয়ে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যাংক নতুন করে ঋণ বিতরণ করতে পারবে না। আগের ঋণ নবায়নও করতে পারবে না। তবে কৃষি, চলতি মূলধন, এসএমই, আমানতের বিপরীতে ঋণ ও প্রণোদনা প্যাকেজের আওতায় ৫ কোটি টাকা পর্যন্ত দিতে পারবে। পাঁচ কোটি টাকার বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।