ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে সব শাখায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।


কর্মসূচির মধ্যে ছিল  গ্রাহকদের মাঝে মিষ্টি বিতরণ, খতমে কোরআন, মিলাদ মাহফিল ও গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভা।

এ উপলক্ষে রাজধানীর বনশ্রী শাখা ও চট্টগ্রামের লোহাগাড়া শাখার আয়োজনও ছিল চোখে পড়ার মতো।   এই উপলে উভয় শাখাতেই মিলাদ মাহফিলসহ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন যথাক্রমে বনশ্রী শাখা প্রধান এবিএম মোকাম্মেল হক চৌধুরী ও লোহাগড়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুদ্দিন।

মতবিনিময় সভায় বক্তারা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যাংক হিসেবে অভিহিত করে বর্তমান দ ব্যবস্থাপনার প্রশংসা করেন। পাশাপাশি আগামী দিনে আরো উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।