ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবিতে শেষ হলো চামড়া শিল্পের প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
আইসিসিবিতে শেষ হলো চামড়া শিল্পের প্রদর্শনী আইসিসিবিতে তিন দিনব্যাপী চলা ‘লেদারটেক বাংলাদেশ-২০২৪’ এর দশম আসর শেষ হয়েছে | ছবি: শাকিল আহমেদ

ঢাকা: চামড়াজাত পণ্য, জুতা তৈরির যন্ত্রপাতি, জুতার বিভিন্ন উপকরণ, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্যের সমাহার নিয়ে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবিতে) শুরু হওয়া চামড়া শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী ‘লেদারটেক বাংলাদেশ-২০২৪’ এর দশম আসর শেষ হয়েছে।

এ প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠান ও বায়ারদের সঙ্গে কথা বলে জানা যায়, এ ধরনের প্রদর্শনী স্থানীয় উদ্যোক্তাদের জন্য সুবিধাজনক।

বিদেশে না গিয়ে দেশেই আধুনিক যন্ত্রপাতি দেখে অর্ডার করা যায়, এতে অর্থের সাশ্রয় হয়।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী চলা প্রদর্শনীটি শেষ হয়েছে।

শেষ দিন হওয়ায় সকাল থেকেই চামড়াজাত শিল্পের এই প্রযুক্তির মেলায় ভিড় করেন দেশি উদ্যোক্তারা। তারা বিভিন্ন বিদেশি কোম্পানির আনা আধুনিক প্রযুক্তিগুলো দেখেছেন। প্রয়োজনীয় যন্ত্রাংশগুলোর বিষয়ে খোঁজ খবর নিয়েছেন।

প্রদর্শনীতে চামড়াজাত পণ্য তৈরির নানা ধরনের যন্ত্রপাতি নিয়ে হাজির হয়েছে চীন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রদর্শনীটির দশম আসরে ২০টি দেশের প্রায় ২০০ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বিগত কয়েক বছর ধরে এটি বাংলাদেশের চামড়া, জুতা ও ভ্রমণ সামগ্রী খাতের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন এবং অনুসন্ধানের সবচেয়ে পছন্দসই প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য খাত বেশ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে এই খাতের উৎপাদনকারীরা গুণগত মান, দক্ষতা এবং পরিবেশগত দিক বিবেচনায় রেখে সর্বাধুনিক প্রযুক্তি ও সমাধান চান। এই খাতে বিনিয়োগে আগ্রহী নতুন উদ্যোক্তারা সারা বছর লেদারটেক বাংলাদেশ প্রদর্শনীর জন্য অপেক্ষায় থাকেন, যাতে এই প্রদর্শনীতে এসে নিজেদের প্রয়োজনীয় যন্ত্র ও উপকরণ সংগ্রহ করতে পারেন।

মেলায় অংশ নেওয়া ‘ফোর এস অ্যাডভান্স টেকনোলজিসের’ অংশীদার সুদীপ কুমার বাংলানিউজকে বলেন, এ পর্যন্ত মেলায় আমরা আট বার অংশগ্রহণ করেছি। গতবারের তুলনায় এবারের প্রদর্শনীতে ভালো সাড়া পেয়েছি। আজ শেষ দিনের তুলনায় গতকাল শুক্রবার দর্শনার্থীদের ভিড় ছিল বেশি। আমাদের মেশিনারিজগুলো চায়না, থাইল্যান্ডসহ কয়েকটি দেশ থেকে নিয়ে আসি। আমাদের এখানে সেলাই, লাস্টিং (আঠা লাগানো), আউট সোল ইনজেকশন করার মেশিনগুলো আমরা প্রদর্শন করছি।

প্রদর্শনীতে জুতা সেলাই করার অত্যাধুনিক মেশিনারিজ নিয়ে প্রথম বারের মতো অংশ নেয় লাইকস ইন্টারন্যাশনাল বিডি। প্রতিষ্ঠানটির সহকারী ইঞ্জিনিয়ার মো. আল আমিন বলেন, আমাদের প্রদর্শন করা যন্ত্রাংশগুলো চামড়ার জুতা, কাপড়ের কেডস, চামড়ার ব্যাগ ইত্যাদি সেলাই করতে ব্যবহার করা হয়। বাংলাদেশে যারা কারখানা পরিচালনা করেন, তারা মূলত আমাদের ক্রেতা।

প্রদর্শনীটির আয়োজক আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, আমাদের এবারের প্রদর্শনীতে এই সেক্টরের যত অংশীদার আছেন, মোটামুটি সবাই অংশগ্রহণ করেছেন। যারা বায়ার আছেন তারা মেলায় এসে সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রদর্শনী থেকে বায়াররা যেসব কোম্পানির মেশিনারিজ পছন্দ করেছেন, তারা পরবর্তীতে কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে যাচাই-বাছাই করে মেশিনগুলো কেনেন সাধারণত। পাশাপাশি প্রদর্শনীতে যেসব বিদেশি কোম্পানি অংশ নিয়েছে, তারাও যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা আমাদের বলেছে আগামীবার এক্সিবিশন করার আগে তাদের অবশ্যই জানাতে বলেছেন, যাতে করে তারা অংশ নিতে পারেন। তিন দিনের প্রদর্শনীতে আমরা ভালো সাড়া পেয়েছি।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
ইএসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।