ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন এবারও ‘যদি’ নির্ভর

রহমান মাসুদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০
চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন এবারও ‘যদি’ নির্ভর

ঢাকা: প্রায় দেড় যুগ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলেও এবার গেল বছরের দ্বিগুণ চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন। অবশ্য এ লক্ষ্যমাত্রা অর্জনে এবারও কতগুলো ‘যদি’র উপর নির্ভর করতে হচ্ছে করপোরেশনকে।



খোদ করপোরেশন বলছে, ‘যদি’ চিনিকলগুলো পুরোমাত্রায় কাজ করে এবং ‘যদি’ আখের অভাব না হয়- তাহলেই এটি সম্ভব।

সর্বশেষ ১৯৯৪ সালে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চিনি উৎপাদনে সক্ষম হয়েছিল চিনি শিল্প করপোরেশন। ওই বছর ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন হয়।

বর্তমানে চিনির চাহিদা বছরে ১৪ লাখ মেট্রিক টন।

করপোরেশনের চেয়ারম্যান রনজিৎ বিশ্বাস বাংলানিউজকে বলেন, ‘চলতি মৌসুমে আখ চাষের জমি গতবারের চেয়ে ৩৫ হাজার একর বেশি। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৮ হাজার ৯শ’ ২৫ মেট্রিকটন। ’

গত বছর করপোরেশনের ১৫টি চিনিকলের মোট উৎপাদন ছিল ৬২ হাজার ২শ’ ৫০ মেট্রিক টন।

তিনি আরও বলেন, ‘চাষীরা আখ চাষে অনাগ্রহী হয়ে পড়েছিল কম দর পাওয়াতে। কিন্তু করপোরেশনের পক্ষ থেকে দর বাড়িয়ে এবং আখের সঙ্গে সাথী ফসল চাষের পরামর্শ দেওয়া, নগদ ভর্তুকি দেওয়া, উন্নত মানের বীজ, সার, কীটনাশক সরবরাহ, আখ ক্রয়ে এসএমএস সার্ভিস চালু, চিনিকলে আখ সরবরাহ ও গুড় উৎপাদনে অনুৎসাহিতের জন্য উঠোন বৈঠক করাসহ নানা কর্মসূচি হাতে নেওয়ায় আখ চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠেছেন। ’

পাশাপাশি এবার মনপ্রতি আখের দাম ১৭ টাকা বাড়িয়ে মিলগেটে এর দাম ৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান করপোরেশন চেয়ারম্যান।

রনজিৎ বিশ্বাস আরও বলেন, ‘দেশের ১৫টি সরকারি চিনিকলের উৎপাদন ক্ষমতা দুই লাখ ১০ হাজার চারশ’ ১৫ মেট্রিক টন। ’

এবার করপোরেশন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে কিনা- এমন প্রশ্নের জবাবে রনজিৎ বিশ্বাস বলেন, ‘এজন্য কারখানাগুলোর সবগুলো ইউনিটকে পুরো মাত্রায় আখ মাড়াই করতে হবে এবং পুরো মৌসুমে চাহিদা অনুযায়ী আখের সরবরাহ থাকতে হবে। ’

তিনি বলেন, ‘আমাদের চিনিকলগুলোর অবস্থা খুবই জরাজীর্ণ। দেশের সবচেয়ে বড় দুইটি চিনি কলের (সেতাবগঞ্জ ও নর্থবেঙ্গল চিনিকল) বর্তমান বয়স ৭৬ বছর। এছাড়া সবচেয়ে তরুণ চিনিকলের (পাবনা) বয়স ২০ বছর পেরিয়ে গেছে। ’

আর্ন্তজাতিক ভাবে সাধারনত ২০ বছরের পর থেকে মিলের উৎপাদন ক্ষমতা কমতে থাকে বলেও জানান রনজিৎ বিশ্বাস।

বাংলাদেশ চিনি শিল্প করপোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) মো. ইয়াহিয়া মিয়া বাংলানিউজকে বলেন, ‘চলতি মৌসুমে এক লাখ ৬৩ হাজার একর জমিতে আখ চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে ৩৫ হাজার একর বেশি। ’


চলতি ঘাটতি মেটাতে চিনি শিল্প করপোরেশন ও ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি করছে। এর প্রথম চালানে ২৬ হাজার মেট্রিক টন ব্রাজিলের সান্তোস বন্দর থেকে ৩ নভেম্বর চট্টগ্রামে এসে পৌঁছবে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।