ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সাতটি আবাসন প্রকল্প নিয়ে চট্টগ্রামে বিটিআই’র মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০
সাতটি আবাসন প্রকল্প নিয়ে চট্টগ্রামে বিটিআই’র মেলা

চট্টগ্রাম: আবাসন খাতের সাতটি মেগাপ্রজেক্ট নিয়ে চট্টগ্রাম কাবে দিনব্যাপী ‘ড্রিমফেস্ট’ নামে মেলা করেছে আবাসন প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই)।

এ উপলে শনিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে মেগাপ্রজেক্টগুলো উপস্থাপন করেন বিটিআই’র হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং এ কে এম জাবেদ।



চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অবস্থিত এসব প্রজেক্ট হচ্ছে উত্তর খুলশীতে ‘¯িপ্রং গার্ডেন’, আমিরবাগে ‘দ্যা রিভিয়েরা’, ওআর নিজাম রোডে ‘কাঞ্চন’, পশ্চিম খুলশীতে ‘বিটিআই ল্যান্ডমার্ক’, নাসিরাবাদে দ্যা প্রিন্সেস, আগ্রাবাদে ‘দ্যা ডিলাইট’ এবং জাকির হোসেন রোডে ‘দ্যা জেম’।  

সংবাদ সম্মেলনে একেএম জাবেদ বলেন, ‘বিটিআই ল্যান্ডমার্ক চট্টগ্রামের সর্বপ্রথম ১৭ তলা ভবন যা একটি মাইলস্টোন হিসেবে থাকবে। ভূমিকম্প ঝুঁকিসহ পরিবেশের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিটিআই প্রজেক্টগুলো বাস্তবায়ন করছে। ’

তিনি আরও বলেন, ‘১৯৮৪ সাল থেকে গত ২৬ বছরে বিটিআই ঢাকা ও চট্টগ্রামে সাফল্যজনকভাবে ৩’শ টি আবাসন প্রকল্প বাস্তবায়ন করেছে। দেশের মানুষের স্বপ্নের আবাস গড়তে ভবিষ্যতেও বিটিআই সচেষ্ট থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।