ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য ইসলামী ব্যাংকের ইন্টার্নশীপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০
বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য ইসলামী ব্যাংকের ইন্টার্নশীপ

ঢাকা: ইসলামী ব্যাংক প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (আইবিটিআরএ) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ৬০ দিনব্যাপী ইন্টার্নশিপ কর্মসূচি আয়োজন করেছে।
 
ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান আইবিটিআরএ’র একাডেমিক কনফারেন্স রুমে সম্প্রতি এ কর্মসূচির উদ্বোধন করেন।



সরকারি ও বেসরকারি ৩১টি বিশ্ববিদ্যালয়ের বিবিএ, এমবিএ ও এমবিএম পর্যায়ের ৯৮ জন শিক্ষার্থী এতে অংশ নিচ্ছেন।
 
আইবিটিআরএ’র ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মাহমুদ আহমদ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আইবিটিআরএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও অনুষদ সদস্য ড. মো. মিজানুর রহমান ও কাজী কামরুল ইসলাম, যুগ্ম পরিচালক (প্রশিক্ষণ) ও অনুষদ সদস্য মো. সাইদুর রহমান, ভাইস প্রেসিডেন্ট ও অনুষদ সদস্য মীর রহমত উলাহ, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) ও অনুষদ সদস্য মো. হেদায়েত উলাহ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।