ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে- অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে- অর্থমন্ত্রী

ঢাকা: অর্থমন্ত্রী এএমএ মুহিত বলেছেন, ‘রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে। ’

তিনি বলেন, ‘যে সব প্রতিষ্ঠানে সরকারের শেয়ার বেশি (৫০ শতাংশের বেশি) সে সব প্রতিষ্ঠানগুলোকে এ বছরের ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে আসতেই হবে।

না এসে কোনো উপায় নেই। বাকি প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে পুজিবাজারে অন্তর্ভুক্ত করা হবে। ’

সচিবালয়ে রোববার দুপুরে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘অর্থমন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত ২৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২টি প্রতিষ্ঠান এটলাস ও তিতাস পুঁজিবাজারে রয়েছে। বাকি ২৪টির মধ্যে ৮টি প্রতিষ্ঠানে সরকারের শেয়ার বেশি। এ ৮টি প্রতিষ্ঠানকে ডিসেম্বরের মধ্যে পুজিবাজারে আসতেই হবে। ’

সরকারি টেলিকম প্রতিষ্ঠান টেলিটক পুজিবাজারে আসবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান,  ‘টেলিটককে পুঁজিবাজারে আসতে বলা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।