ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

জাহাজনির্মাণ ও কৃষিখাতে বিনিয়োগ করতে চায় দ. কোরিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১০

ঢাকা: দক্ষ শ্রমিক নেওয়ার পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগও বাড়াতে চাইছে দক্ষিণ কোরিয়া। বিশেষ করে জাহাজনির্মাণ ও কৃষিখাতে।


 
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত  ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত থেওয়ং চে এ কথা জানান। অনুষ্ঠানটি হয় সেগুনবাগিচায় ইউনিটির নিজস্ব অডিটোরিয়ামে।
 ইউনিটির সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পথিক সাহা অন্য নেতারা।

কোরীয় রাষ্ট্রদূত জানান, চলতি বছর বাংলাদেশ ও কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৩৭ বছর উদযাপিত  হচ্ছে। এ সম্পর্ক স্থাপনের পর থেকে দু’দেশ বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বর্তমানে বাংলাদেশ এবং কোরিয়ার মধ্যে বাণিজ্যিক লেনদেন বছরে এক হাজার মিলিয়ন ডলারের বেশি। অথচ ২০০৩ সালে দু’ দেশের বাণিজ্যিক লেনদেন ছিল মাত্র ৫ শ’ ৭৬ মিলিয়ন মার্কিন ডলার।

২০০৮ সালে তা গিয়ে দাঁড়ায় এক হাজার ২৬৪ মিলিয়ন মার্কিন ডলারে। আর ২০০৯ সালে হয় এক হাজার ১৮৬ মিলিয়ন মার্কিন ডলার।

তবে রাষ্ট্রদূতের দেওয়া পরিসংখ্যানে দেখা যায়, গত বছর দক্ষিণ কোরিয়া বাংলাদেশে রপ্তানি করেছে এক হাজার ১৮৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।   আর দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র একশ’ ২২ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

এ বিপুল পার্থক্য নিয়ে প্রশ্ন করা হলে থেওয়ং চে বলেন, ‘দক্ষিণ কোরীয় সরকার এ ব্যাপারে খুবই আন্তরিক। আমরা চাই বাংলাদেশ আরও বেশি বেশি পণ্য দ.কোরিয়াতে রপ্তানি করুক। সেজন্য সিউল ঢাকাকে এ বছর থেকে প্রায় ৮৫টি পণ্যে করমুক্ত সুবিধা দিয়েছে। ’

এতে করে খুব শিগগিরিই ব্যবধান অনেকখানি ঘুচে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।  

এ সময় তিনি বাংলাদেশের জাহাজনির্মাণ শিল্পে এবং কৃষি খাতে দক্ষিণ কোরিয়া বিনিয়োগ করতে চায় বলে জানান।

প্রতি বছরই বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি করা হবে জানিয়ে তিনি বলেন, ‘তবে শ্রমিকদেরকে অবশ্যই দক্ষ হতে হবে। এশিয়ার অন্য ১৫টি দেশের শ্রমিকদের সঙ্গে দক্ষতার প্রতিযোগিতায় টিকলেই কেবল তাদের নেওয়া হবে। ’

গত বছর দ.কোরিয়াতে বাংলাদেশি শ্রমিকের কোটা ছিল তিন হাজার ৮০০। আর এ বছর তা বাড়িয়ে করা হয়েছে চার হাজার ৪০০।

এরই মধ্যে প্রায় এক হাজার ৮০০ বাংলাদেশি শ্রমিক দ.কোরিয়ায় গিয়েছে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।