ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজার: সূচক ৮ হাজার পয়েন্ট পেরুলো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০
পুঁজিবাজার: সূচক ৮ হাজার পয়েন্ট পেরুলো

ঢাকা: প্রথমবারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক ৮ হাজার পয়েন্টর মাইলফলক অতিক্রম করেছে। মঙ্গলবার সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১০৮ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৩ দশমিক ০১ পয়েন্টে উন্নীত হয়।

এটিই ডিএসইতে এ যাবৎকালের সর্বোচ্চ।

এদিন সাধারণ মূল্য সূচক ৮ হাজার পয়েন্ট অতিক্রম করার পিছনে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও গ্রামীণফোনের শেয়ারের দাম বৃদ্ধি বিশেষ ভূমিকা রেখেছে।

এছাড়া সিমেন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারের দামও এদিন বেড়েছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানির মধ্যে ১৪২টির দাম বেড়েছে, কমেছে মাত্র ৯০টির এবং ৩টির দাম অপরিবর্তিত ছিল। লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বাজার মূলধনেও নতুন রের্কড হয়েছে। এদিন বাজার মূলধন আগের দিনের চেয়ে প্রায় ৫ হাজার কোটি টাকা বেড়ে ৩ লাখ ৪০ হাজার ৫১১ কোটি টাকায় উন্নীত হয়। তবে লেনদেন আগের দিনের চেয়ে ৯৭ কোটি টাকা কমে ২ হাজার ৩২৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়।

গত প্রায় দুই সপ্তাহ ধরে বাজারে কিছুটা মূল্য সংশোধনের পর বাজারের ঊর্ধ্বমুখীকে স্বাভাবিক হিসেবেই দেখছেন ডিএসইর সভাপতি মো. শাকিল রিজভী।

বাংলানিউজকে তিনি বলেন, ‘সামনে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বুক কোজার থাকায় এবং ব্যাংকগুলো সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনে বেশ লাভ করায় এ খাতের শেয়ারের দাম বাড়ছে। ফলে সাধারণ মূল্য সূচক বেড়েছে। ’

প্রথম বারের মতো মূল্যসূচক ৮ হাজার পয়েন্ট অতিক্রমমকে পুঁজিবাজারের জন্য ভালো দিক বলেও মন্তব্য করেন শাকিল রিজভী।

তিনি বলেন, ‘এটি ধরে রাখার জন্য দ্রুত সময়ে বাজারে শেয়ারের সরবরাহ বাড়াতে হবে। ’
 
অন্যদিকে প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবন্থাপনা পরিচালক মঈন আল কাসেম বাংলানিউজকে বলেন, ‘গত কয়েকদিন বাজার কিছুটা নিম্নমুখী থাকায় বাজারে নতুন ক্রেতা প্রবেশ করেছে। ফলে বাজার চাঙা হয়ে উঠেছে। ’
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ৫টি কোম্পানি হলো- পিপলস্ লিজিং ফাইন্যান্স অ্যান্ড সার্ভিসেস লি., কনফিডেন্স সিমেন্ট, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট কমার্স ব্যাংক।

অন্যদিকে দাম বাড়ার দিক দিয়ে দিনের প্রধান পাঁচ কোম্পানি হলো- মুন্নু সিরামিকস্, বিএসআরএম স্টিল, রূপালী লাইফ ইন্সুরেন্স, বঙ্গজ লি., রেকিট বেঙ্কাইজার।

দাম কমার শীর্ষে প্রধান পাঁচ কোম্পানি হলো- উসমানিয়া গ্লাস, কোহিনুর কেমিক্যালস্, বিডি ওয়েল্ডিং, জেমিনি সি ফুডস্, দুলামিয়া কটন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ০৯ নভেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।