ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

খুলনায় পণ্যমূল্য কমানোর দাবিতে টিসিবি ডিলারদের অবস্থান ধর্মঘট

শেখ হেদায়েতুল্লাহ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

খুলনা: খুলনায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলাররা বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর শিববাড়ি এলাকায় টিসিবি ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছেন।

বাজার অনুপাতে টিসিবির পণ্যের মূল্য বেশি নির্ধারণ করায় তারা এ কর্মসূচি শুরু করেন।



এ বিষয়ে টিসিবি ডিলার সমিতির খুলনা জেলা সভাপতি মো. মোতালেব হোসেন বাংলানিউজকে জানান, ‘হঠাৎ করে টিসিবি তাদের সরবরাহকৃত পণ্য সামগ্রীর দাম বাড়িয়ে দিয়েছে। দাম বেড়ে যাওয়ায় বাজারে ওই সকল পণ্য সামগ্রী আর বিক্রি করা যাচ্ছে না। টিসিবির সরবরাহকৃত পণ্যের মানও তেমন ভালো নয়। ভোক্তারা সেটি কিনতে চান না। বার বার বলা সত্ত্বেও টিসিবি পণ্যের দাম কমাচ্ছে না। সে কারণে কর্মসূচি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ’

তিনি বলেন, ‘ওই সকল পণ্যের দাম না কমানো হলে বৃহত্তর কর্মসূচি দিতে হবে। টিসিবির নির্ধারিত মূল্য সপ্তাহখানেক আগে প্রতি কেজি চিনির দাম ছিল ৪২ টাকা। এখন তার দাম ৪৪ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম ছিল ৭০ টাকা। এখন ৯১ টাকা। প্রতি কেজি সয়াবিনের দাম ছিল ৭৫ টাকা। এখন ৮৫ টাকা। এছাড়া অন্যান্য পণ্যমূল্যও বাড়িয়েছে টিসিবি। ’
এ ব্যাপারে খুলনা টিসিবি দপ্তর জানায়, ‘যে সকল পণ্যের দাম বেড়েছে, তা কেন্দ্র থেকেই বাড়ানো হয়েছে। স্থানীয়ভাবে তা কমানো সম্ভব নয়। ’

খুলনায় টিসিবি-র প্রায় সাড়ে তিন শ’ ডিলার রয়েছেন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।