ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

হরতালেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে

মসিউর আহমেদ মাসুম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০

ঢাকা: বিএনপির ডাকা হরতাল চলাকালেও রোববার ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। তবে ঈদের মাত্র দুদিন আগে গ্রাহকদের যে রকম ভিড় থাকার কথা ব্যাংকগুলোতে সেরকম ভিড় লক্ষ করা যায়নি।

সকালে সময়মতোই খুলেছে ব্যাংকগুলো।

সরজমিন ঘুরে দেখা যায়, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ এবং নিউমার্কেট এলাকার কয়েকটি ব্যাংকের বিভিন্ন শাখা অন্যসব দিনের মতো সকাল ১০টায় তাদের কাজকর্ম শুরু করেছে। তবে গ্রাহক সমাগম খুবই কম।

অগ্রণী ব্যাংকের শাহবাগ শাখার ব্যবস্থাপক মো. সাইদুর রহমান বাংলানিউজকে জানান, তারা পর্যাপ্ত লোকবল নিয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছেন।

ব্যাংকগুলো ঘুরে দেখা যায়, নিরাপত্তার কারণে মূল ফটকগুলো বন্ধ রাখা হয়েছে। বিকল্প পথে ব্যাংকে ঢুকছেন গ্রাহকরা।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।