ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মার্জিন লোনের হার অর্ধেকে নামিয়ে আনলো এসইসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১০
মার্জিন লোনের হার অর্ধেকে নামিয়ে আনলো এসইসি

ঢাকা: শেয়ার ক্রয়ে মার্জিন লোন দেওয়ার অনুপাত অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এ নিয়ে দ্বিতীয় দফা মার্জিন লোনের হার কমানো হলো।

সোমবার থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে।
 
রোববার এসইসি’র এক পরামর্শক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলো ১:১ অনুপাতে মার্জিন লোন দেয়। বৈঠক সূত্র জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী মার্জিন লোনের অনুপাত দাঁড়াবে ১: ০.৫।

এর আগে মার্জিন লোনের অনুপাত ছিলো ১ : ১.৫ যা মাত্র মাস কয়েক আগেই ১:১-এ নামিয়ে আনা হয়েছিলো।
 
এছাড়া নতুন বিনিয়োগকারী বিও অ্যাকাউন্ট খোলার পর ৩০ কার্যদিবস পার না হওয়া পর্যন্ত তিনি কোনো প্রকার মার্জিন লোন সুবিধা পাবেন না বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

এতদিন এ ধরনের কোনো বাধ্যবাধকতা ছিল না।
 
এছাড়াও এখন থেকে এসইসি কর্তৃপক্ষের গৃহীত নির্দেশনাসমূহ বিনিয়োগকারীদের জানাতে পত্র-প্রত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করার পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েব সাইটেও প্রচার করা হবে।

বাংলাদেশ সময় ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১০ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।