ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

দেশবন্ধু পলিমারের আইপিও’র লটারির ড্র অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০
দেশবন্ধু পলিমারের আইপিও’র লটারির ড্র অনুষ্ঠিত

ঢাকা: দেশবন্ধু পলিমার লিমিটেডের আইপিও’র লটারির ড্র মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিনিয়োগকারীর উপস্থিতিতে লটারির ড্র পরিচালনা করেন বুয়েটের অধ্যাপক ড. মোস্তফা আকবর।


 
এ সময় উপস্থিত ছিলেন দেশবন্ধু পলিমারের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, কোম্পানির সেক্রেটারি লিয়াকত আলী খান, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি আনিসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি গোলাম সারোয়ার প্রমুখ।
 
দেশবন্ধু পলিমার লিমিটেডের ১০ টাকা অভিহিত মূল্য ৫০০টি শেয়ারে এক মার্কেট লট নির্ধারণ করা হয়। প্রতি লটের বিপরীতে ৬৮ দশমিক ৩৬ গুণ আবেদন জমা পড়ে।

এর আগে কোম্পানিটি পুঁজিবাজার ১৬ কোটি টাকা সংগ্রহের জন্য ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ছাড়ার ঘোষণা দেয়।

দেশবন্ধু পলিমারের ইস্যু ম্যানেজার হলো ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। আগামী ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত দেশবন্ধুর রিফান্ড ওয়ারেন্ট ও অ্যালটমেন্ট লেটার বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।