ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের তদারকির সিদ্ধান্ত বাতিলের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০
জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের তদারকির সিদ্ধান্ত বাতিলের দাবি

ঢাকা: দাতাগোষ্ঠীর গৃহীত জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের তদারকির সিদ্ধান্ত বাতিল করাসহ শিল্পোন্নত দেশগুলোর জলবায়ু সমস্যার দায়দায়িত্ব স্বীকার ও এর ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)।

বুধবার জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।



মানববন্ধনে সুপ্রের সভাপতি আব্দুল আওয়াল বলেন, ‘একবিংশ শতকে বিশ্বব্যাপী যে জলবায়ু সংকট দেখা দিয়েছে তার জন্য দায়ী শিল্পোন্নত দেশগুলো। অথচ এর ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের দেশগুলোকে। ’

অবিলম্বে শিল্পোন্নত দেশসগুলোকে এর দায় স্বীকার এবং ক্ষতিপূরণ প্রদান করার দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘শিল্পোন্নত দেশগুলোকে তাদের মোট জিডিপির ১.৫% জলবায়ু তহবিলে প্রদান করতে হবে এবং এর ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে স্ব স্ব দেশের কাছে, বিশ্বব্যাংকের কাছে নয়। ’

কানকুনে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে জলবায়ু তহবিল ব্যাবস্থাপনা, গ্রিনহাউজ গ্যাস নির্গমন মাত্রা নির্দিষ্টকরণ এবং ২০২০ সালের মধ্যে এর পরিমাণ ৪০-৫০% কমানোর ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি দাবি জানান তিনি।

সুপ’্রর সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ্সহ ঢাকা ক্যাম্পেইন গ্রুপের বিভিন্ন সদস্যরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।