ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রূপালী ব্যাংকের আরও ২৪.৫৫ শতাংশ শেয়ার বাজারে আসছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০
রূপালী ব্যাংকের আরও ২৪.৫৫ শতাংশ শেয়ার বাজারে আসছে

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের আরও ২৪ দশমিক ৫৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংখ্যার হিসাবে শেয়ার সংখ্যা ২৮ লাখ ৫৭ হাজার ৩৮০টি।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর মাধ্যমে এই শেয়ার বাজারে ছাড়া হবে।
 
উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৬ সালে। বর্তমানে ব্যাংকের ৯৪ দশমিক ৫৫ শতাংশ শেয়ার সরকারের হাতে এবং অবশিষ্ট ৫ দশমিক ৪৫ শতাংশ শেয়ার পুঁজিবাজারে রয়েছে। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ২৫ লাখ।

রূপালী ব্যাংকের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা এবং মার্কেট লট ১০টিতে। ব্যাংকের অনুমোদিত মূলধন ৭০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধনের পরিমাণ ১২৫ কোটি টাকা।


বাংলাদেশ সময় : ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।