ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

হরতাল নয়, বিকল্প কর্মসূচি চায় দোকান মালিক সমিতি

স্টাফকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০
হরতাল নয়, বিকল্প কর্মসূচি চায় দোকান মালিক সমিতি

ঢাকা: হরতালের বিকল্প কর্মসূচি গ্রহণের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।



সম্মেলনে দোকান মালিক সমিতির সভাপতি আমির হোসেন খান হরতালে ব্যাবসায়িক গোষ্ঠীর বিভিন্ন ক্ষয়ক্ষতির দিক তুলে ধরে বলেন, ‘এ দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের অবদান অস্বীকার করা যায় না। এদেশের প্রায় এক কোটি পরিবার ব্যবসার সঙ্গে জড়িত। তাই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ সরকারসহ যেকোনো রাজনৈতিক দলের অন্যতম দায়িত্ব। ’

তিনি বলেন, ‘বাংলাদেশে বিদ্যুৎসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কারণে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান সবসময় চাপের মুখে থাকে। ফলে হরতালের মত কঠোর কর্মসূচি এ দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ধংসের দিকে ঠেলে দিচ্ছে। ’

সম্মেলনে গত ১৪ নভেম্ববের হরতালকে জনগণের স্বার্থের পরিপন্থি এবং চরম ভোগান্তির কারণ হিসেবে উল্লেখ করে আগামী ৩০ তারিখের হরতাল  পরিহার করার জন্য বিএনপির প্রতি আহবান জানানো হয়।

সম্মেলনে বলা হয়, হরতাল কখনও জনমত গঠনের হাতিয়ার হতে পারে না। ঘনঘন হরতাল দেশকে আর একটি এক-এগারোর দিকে নিয়ে যেতে পারে।

তাই দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য নিয়মতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনা করতে সরকারসহ বিরোধী দলের প্রতি আহবান জানান দোকান মালিক সমিতির নেতারা।

সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সবসময় হরতালের বিরোধিতা করে আসছে বলেও জানানো হয়।

সাংবাদিক সম্মেলন আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি নেতারা।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।