ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ইর্স্টান ইন্সুরেন্সের রাইট শেয়ার অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০

ঢাকাঃ ইর্স্টান ইন্সুরেন্স লিমিটেডের ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বৃহস্পতিবার এসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।



সভা শেষে এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের আরেক নির্বাহী পরিচালক এটিএম তারিকুজ্জামান।

ইর্স্টান ইন্সুরেন্স ১ঃ১ অনুপাতে রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৫৬ কোটি টাকা সংগ্রহ করবে। ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি রাইট শেয়ারের বিপরীতে ২০০ টাকা প্রিমিয়াম নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়ঃ ১৭৪০ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।