ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সালভো কেমিকেলের ২৬ কোটি টাকার আইপিও অনুমোদন করেছে এসইসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০

ঢাকা: সালভো কেমিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৬ কোটি টাকার আইপিও অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি)। বৃহস্পতিবার এসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।


 
কমিশন সভা শেষে এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ বিষয়টি সাংবাদিকদের জানান।

সালফার এসিড উৎপাদনকারী এই প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা এবং ৫০০টি শেয়ারে এক মার্কেট লট। কোম্পানিটি বিনিয়োগকারীদের কাছ থেকে কোনো প্রিমিয়াম নিচ্ছে না।
 
সালভো কেমিক্যাল ২০০৩ সালে গাজীপুর জেলার শ্রীপুরে উৎপাদন শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে প্রতিদিন কোম্পানিটি গড়ে ৩০ মেট্রিক টন সালফিউরিক এসিড উৎপাদন করছে। সর্বশেষ আর্থিক বিবরণী অনুযায়ী, সালভোর অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৪ কোটি ১০ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad