ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বুক বিল্ডিং পদ্ধতিতে ২ কোম্পানির ৯৪৩ কোটি টাকার আইপিও অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০
বুক বিল্ডিং পদ্ধতিতে ২ কোম্পানির ৯৪৩ কোটি টাকার আইপিও অনুমোদন

ঢাকা: বুক বিল্ডিং পদ্ধতিতে দুই কোম্পানির ৯৪৩ কোটি টাকার আইপিও অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।


বৃহস্পতিবার এসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

কোম্পানি ২টি হলো মবিল যমুনা লুব্রিক্যান্ট বাংলাদেশ লিমিটেড (এমজেএলবিএল) ও এম আই সিমেন্ট লিমিটেড। এদের মধ্যে মবিল যমুনার আইপি‘র আকার ৬০৯ কোটি টাকা এবং এম আই সিমেন্টের আকার ৩৩৪ কোটি টাকা।

কমিশনের বৈঠক শেষে এসইসির নির্বাহি পরিচালক এটিএম তারিকুজ্জামান বলেন, যমুনা মবিল ৬০৯ কোটি টাকার আইপিও’র অনুমোদন দেওয়া হয়েছে। এটি পুঁজিবাজারের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ৪ কোটি শেয়ার পুঁজিবাজারে ছাড়বে। প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য ধরা হয়েছে ১৫২.৪০ টাকা। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন হচ্ছে ১৪০ কোটি টাকা।

অন্যদিকে অনুমোদন পাওয়া এম আই সিমেন্ট পুঁজিবাজার থেকে ৩৩৪ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটির মোট শেয়ারের পরিমাণ ৩ কোটি। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য হচ্ছে ১১১.৬০ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৭০ কোটি টাকা। আইপিও পরবর্তিত পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা।

বাংলাদেশ সময়ঃ ১৯৪০ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।