ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশে ইপিজেড স্থাপনে আগ্রহী জার্মানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০

ঢাকা: জার্মানির বিনিয়োগকারীরা বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহী। একই সঙ্গে তারা বাংলাদেশে জার্মান ইপিজেড স্থাপন করতে চায়।


 
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে সফররত জার্মানির ফেডারেল ফরেন অফিস বিষয়ক মন্ত্রী মার্টিন বাইসেল এ কথা জানিয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
     
বৈঠককালে বাইসেল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা বিনিয়োগের জন্য অত্যন্ত উপযোগী বলেও উল্লেখ করেন।

এ সময় জার্মান দশ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হোলগার মিখায়েলও উপস্থিত ছিলেন।

আগামী কাল চট্টগ্রামে বাংলাদেশের তৈরি জাহাজ গ্রহণ করবে এ প্রতিনিধি দল। আগামী বছর ফেব্রুয়ারিতে এ জাহাজ আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।

বৈঠকে জাহাজ চালুর ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বাণিজ্য মন্ত্রীকে জার্মানি সফরের আমন্ত্রণ জানানো হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ‘জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্যের বাজার। চলতি অর্থ বছরে দু’দেশের বাণিজ্যের পরিমাণ আরও বাড়বে। ’

এ সময় মন্ত্রী বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে জার্মান বিনিয়োগের আহ্বান জানান।
 
উল্লেখ্য, বর্তমানে জার্মানির সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক বাণিজ্যের পরিমাণ আড়াই বিলিয়ন ডলার এবং তা বাংলাদেশের অনুকূলে রয়েছে।

২০০৯-২০১০ অর্থবছরে জার্মানিতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ২১৮ কোটি ৭৩ লাখ ডলার। একই সময় সে দেশ থেকে আমদানির পরিমাণ ছিল মাত্র ৪৬ কোটি ৯৫ লাখ ডলার।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০         
              
                                                                                            
                         

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।