ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ব্যবসায়ীদের অনেকেই তেলের দাম কমায়নি : বাণিজ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১০
ব্যবসায়ীদের অনেকেই তেলের দাম কমায়নি : বাণিজ্যমন্ত্রী

ঢাকা: সরকারের নির্দেশ মতো ব্যবসায়ীদের অনেকেই তেলের দাম এখনও কমায়নি বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

বুধবার মন্ত্রণালয়ে ‘ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।



তিনি বলেন, ‘গত সোমবার ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর মাত্র হাতে গোনা কয়েকজন তেলের দাম কমালেও সবাই এখনও কমায়নি। ’

এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভোজ্য তেলের বাজার মূল্য প্রতিদিন মনিটরিং করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

তিনি আরও জানান, ভোজ্য তেলের দাম স্থিতিশীল ও সহনীয় মাত্রায় রাখতে প্রয়োজনে টিসিবির মাধ্যমে ভোজ্য তেল বিক্রি ও টিসিবি’কে আরও সক্রিয় করা হবে।    

অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ডিলারশিপ ব্যবস্থা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, ‘আমাদের ব্যবসায়ীরা সবাই ডিও লেটারের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে অভ্যস্ত। ডিলারশিপটা তাদের জন্য নতুন। এ কারণে ডিলারশিপ চালু করতে গিয়ে নতুন করে কোনও জটিলতা দেখা না দেয় সেজন্য তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ’
 
বাংলাদেশ সময় : ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।