ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

স্পট মার্কেটে ১৪ কোম্পানির লেনদেন রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১০
স্পট মার্কেটে ১৪ কোম্পানির লেনদেন রোববার

ঢাকা: অস্বাভাবিক দাম বাড়ার কারণে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বন্ধ করে দেওয়া ১৪ কোম্পানির লেনদেন রোববার থেকে আবার শুরু হচ্ছে। এসব কোম্পানির লেনদেন হবে স্পট মার্কেটে।



স্পট মার্কেটে লেনদেন চালু হতে যাওয়া কোম্পানিগুলো হলো- সোনালী আঁশ, মিথুন নিটিং, তাল্লু স্পিনিং, সিএমসি কামাল, সাফকো স্পিনিং, মিরাকল ইন্ড্রাসট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিকস, আজিজ পাইপ, বাংলাদেশ অটোকারস, ইউনাইটেড এয়ার, দেশ গার্মেন্ট, ঢাকা ডাইং, এমবি ফার্মা ও ফার্মাএইড।
 
এদের মধ্যে দুর্বল মৌলভিত্তি সম্পন্ন প্রথম ১৩ কোম্পানির শেয়ার অস্বাভাবিক দাম বাড়ার কারণে গত ২৩ নভেম্বর এসইসি বন্ধ করে দেয়।

অন্যদিকে ফার্মাএইড লিমিটেড একটি সাধারণ শেয়ারের বিপরীতে পাঁচটি বোনাস শেয়ার ঘোষণার পর ৩১ অক্টোবর প্রথম লেনদেন দিবসে ৭ হাজার ৮৩ টাকা থেকে একদিনে বেড়ে ১৮ হাজার ৬০০ টাকায় লেনদেন হয়। এই অস্বাভাবিক দাম বাড়ায় কারণে ওইদিনই এসইসি কোম্পানিটির লেনদেন স্থগিত করে দেয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।