ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সয়াবিন: ঢাকায় ৮৬ টাকা চট্টগ্রামে ৮৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০
সয়াবিন: ঢাকায় ৮৬ টাকা চট্টগ্রামে ৮৪

ঢাকা: খোলাবাজারে ভোজ্যতেল সয়াবিনের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। ঙ্গলবার থেকে এই মূল্য কার্যকর হবে।



নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটারপ্রতি সয়াবিন তেল ঢাকায় ৮৬ টাকা ও চট্টগ্রামে ৮৪ টাকায় বিক্রি করতে হবে। তবে বোতলজাত তেলের ক্ষেত্রে এই মূল্য খুচরা মূল্যের চেয়ে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ী, এফবিসিসিআই সভাপতিসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের এক যৌথ বৈঠকে ভোজ্যতেলের এই মূল্য নির্ধারণ করা হয়। বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশের অভ্যন্তরীণ ভোজ্যতেলের বাজারদর দীর্ঘদিন ধরে ওঠানামা করছে এবং বাজার প্রায়ই অস্থির থাকছে। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধিও এর একটা কারণ। কিন্তু সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও এর তেমন প্রভাব অভ্যন্তরীণ বাজারে দেখা যাচ্ছে না। ’

তিনি বলেন, ‘এখন থেকে মিলগেটে তেলের বিক্রয়মূল্য হবে ঢাকায় ৮৩ টাকা ও চট্টগ্রামে ৮১ টাকা। পাম ওয়েলের মূল্য পরবর্তীতে ঠিক করে দেওয়া হবে। ’

মন্ত্রী জানান, ‘বর্তমানে এক লিটার তেলের বাজারদর হচ্ছে ৯০ থেকে ৯১ টাকা। মূল্য নির্ধারণ করে দেওয়ায় এখন লিটার প্রতি মূল্য ৪/৫ টাকা কমে আসবে। ’

এক প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় নিয়মিত বাজার মনিটরিং করবে। কেউ নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করলে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ’

তিনি বলেন, ‘আজকের বৈঠকে তেলের দাম একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা এবং মূল্য স্থিতিশীল রাখার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তেলের আন্তর্জাতিক বাজারদর, পরিশোধন ব্যয়, বাজারজাতকরণ ও অভ্যন্তরীণ বাজারমূল্যসহ সবকিছু পর্যালোচনা করে তেলের যৌক্তিক মূল্য নির্ধারণের জন্য ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে প্রধান করে একটি ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রতিমাসে অভ্যন্তরীণ বাজারে তেলের মূল্য নির্ধারণ করবে। তবে প্রাথমিকভাবে আগামী ১৫ দিন পর এই কমিটি প্রথম বসবে। আজকের নির্ধারিত দর পর্যালোচনা করে পরবর্তী এক মাসের জন্য তেলের দাম ঠিক করবে। ’

তেলের দাম স্থিতিশীল রাখার উপায় এবং সেজন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকারÑ কমিটি এই বিষয়েও সরকারকে সুপারিশ করবে বলে জানান তিনি।

বাংলাদেশ স্থানীয় সময় : ১৯২৭ ঘন্টা , ০৫ ডিসেম্বর , ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।