ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ডিএসইতে ২ কোম্পানি লেনদেন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০

ঢাকা: অস্বাভাবিক দর বাড়ার কারণে রোববার দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানির দুটি হলোÑ সায়হাম টেক্সটাইল ও এইচআর টেক্সটাইল।



দুপুর ১টা ৪০ মিনিটে এইচ আর টেক্সটাইল ও ২টা ১৩ মিনিটে সায়হাম টেক্সটাইলের লেনদেন স্থগিত করা হয়।

সায়হাম টেক্সটাইলের শেয়ার গত দুই কার্যদিবসে এক হাজার ৮০০ টাকা থেকে বেড়ে রোববার সর্বশেষ দুই হাজার ১৯৯ টাকা ৭৫ পয়সায় লেনদেন হয়। মাত্র দুই কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রায় ৪০০ টাকা।

অন্যদিকে মাত্র দুই কার্যদিবসে বেড়েছে ১৮৫ টাকা বেড়েছে এইচআর টেক্সটাইলের ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ার। বুধবার ৯৬০ টাকা ও বৃহস্পতিবার একজ হাজার ১৮ টাকায় থাকা এ কোম্পানির শেয়ার রোববার সর্বশেষ এক হাজার ১৪৫ টাকায় লেনদেন হয়।

বাংলাদেশ সময়ঃ ১৯৪৪ ঘন্টা, ০৫ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।