ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

গাইবান্ধা চেম্বার নির্বাচনে শাহজাদা-শাহান-শান্তি পরিষদের জয়

টি আই রেজা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০

গাইবান্ধা: গাইবান্ধা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০১১-১২) নির্বাচনে শাহজাদা-শাহান-শান্তি প্যানেলের অর্ডিনারি গ্রুপে ১১ জন ও অ্যাসোসিয়েট গ্রুপে ৫ জন নির্বাচিত হয়েছেন। অপরদিকে রাজু-বাদশা-লিটন প্যানেল থেকে অর্ডিনারি গ্রুপে ১ ও অ্যাসোসিয়েট গ্র“পে ১ জন নির্বাচিত হয়েছেন।



অর্ডিনারি গ্রুপে নির্বাচিত শাহজাদা-শাহান-শান্তি প্যানেলের প্রার্থীরা হলেন- চেম্বারের বর্তমান সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির, নাজির হোসেন প্রধান, মকছুদার রহমান শাহান, শহিদুল ইসলাম শান্ত, সাইদুর রহমান বাবু, নির্মল কুমার সাহা, কাজী হামিদুল হক, সুদেব কুমার চৌধুরী, নওশের আলম, শরীফ মো. সুমন হক্কানী ও দুলাল রায়।

অ্যাসোসিয়েট গ্রুপে নির্বাচিত সদস্যরা হলেন- আব্দুর রশিদ, মোক্তাদুর রহমান মিঠু, এসএম রাশেদ মোস্তফা জুয়েল, আবুল কালাম হক্কানী ও খন্দকার মোস্তাক আহমেদ।

রাজু-বাদশা-লিটন প্যানেলের অর্ডিনারি গ্রুপের একমাত্র নির্বাচিত প্রার্থী হলেন- জিয়াউল আলম ডালেস এবং  অ্যাসোসিয়েট গ্রুপের একমাত্র নির্বাচিত প্রার্থী হলেন- সবুজ মিয়া।

রোববার গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার সাবেক ব্যাংকার আফজাল হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, গত শনিবার সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত চেম্বারের নিজস্ব কার্যালয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।

৬ ডিসেম্বর চেম্বার ভবনে সদ্য নির্বাচিত সদস্যের মধ্য থেকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হবে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।