ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

‘গত পাঁচ মাসে রেমিটেন্স এসেছে ৪৫৩ কোটি ডলার’

সোহেল রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১০

ঢাকা: গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে রেমিটেন্স প্রবাহ সামান্য হ্রাস পেয়েছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) প্রায় ৪৫৩ কোটি ডলারের সম-পরিমাণ রেমিটেন্স দেশে এসেছে।

এটা গত ২০০৯-১০ অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩ কোটি ডলার কম। গত অর্থবছরে একই সময়ে রেমিটেন্স প্রবাহের পরিমাণ ছিল প্রায় ৪৬৬ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
 
চলতি অর্থবছরে রেমিটেন্স প্রবাহের মাসওয়ারি চিত্র পর্যবেক্ষণ করলে দেখা যায়, জুলাইয়ে দেশে রেমিটেন্স এসেছে ৮৫ কোটি ৭৩ লাখ ডলার। আগস্টে ৯৬ কোটি ৩৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ৮৩ কোটি ৭৭ লাখ ডলার, অক্টোবরে ৯২ কোটি ৩৮ লাখ ডলার ও সর্বশেষ নভেম্বরে ৯৪ কোটি ৫৯ লাখ ডলার রেমিটেন্স এসেছে।

এর আগের অর্থবছরে (২০০৯-১০) মাসওয়ারি হিসাবে দেশে রেমিটেন্স এসেছিল জুলাইয়ে ৮৮ কোটি ৫৩ লাখ ডলার, আগস্টে ৯৩ কোটি ৫১ লাখ ডলার, সেপ্টেম্বরে ৮৮ কোটি ৭৫ লাখ ডলার, অক্টোবরে ৯০ কোটি ৭ লাখ ডলার ও নভেম্বরে ১০৫ কোটি ৫ লাখ ডলার।

ব্যাংকওয়ারি হিসাবে সদ্য সমাপ্ত নভেম্বরে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে গত মাসে মোট রেমিটেন্স এসেছে ৬৫ কোটি ২৭ লাখ ডলার।

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে যথাক্রমে ২৬ কোটি ৫২ লাখ ডলার এবং ১ কোটি ৫৩ লাখ ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ১ কোটি ২৭ লাখ ডলার।
আর এককভাবে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ২৭ কোটি ৬৬ লাখ ডলার।
 

বাংলাদেশ সময়: ১৯০৫ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।