ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ঢাকা চেম্বারের নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
ঢাকা চেম্বারের নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ

ঢাকা: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই) এর নবনির্বাচিত কমিটি বৃহস্পতিবার ৪৯তম সভার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছে।  

নবনির্বাচিত সভাপতি, উর্ধ্বতন সহ-সভাপতি, সহ-সভাপতি ও অন্যান্য পরিচালকরা আনুষ্ঠানিকভাবে ২৩ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন।



এর আগে আসিফ ইব্রাহীম ২০১১ সালের জন্য ঢাকা চেম্বারের সভাপতি নির্বাচিত হন এবং টিআইএম নূরুল কবীর উর্ধ্বতন সহ-সভাপতি ও নাসির হোসেন সহ-সভাপতি নির্বাচিত হন।

উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি আসিফ ইব্রাহীম বর্তমানে নিউএজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

নবনির্বাচিত উর্ধ্বতন সহ-সভাপতি টিআইএম নূরুল কবীর স্পিনোভেশন লিমিটেড নামক সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

ঢাকা চেম্বারের নব নির্বাচিত পরিচালকরা হলেন- এএসএম মহিউদ্দিন মোনেম, ওসমান গনি, খাইরুল মজিদ মাহমুদ, কেএমএন মনজুরুল মাহমুদ, আবছার করিম চৌধুরী ও এম আবু হোরায়রা।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।