ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

নাইজেরিয়ার জায়েজ ব্যাংক-ইসলামী ব্যাংকের মধ্যে কারিগরী সহযোগিতা চুক্তি স্বাক্ষর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং নাইজেরিয়ার প্রস্তাবিত জায়েজ ব্যাংক-এর মধ্যে শুক্রবার
কারিগরী সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ডরুমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান ও ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব মু. শওকত আলী এবং জায়েজ ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মোহাম্মদ মুস্তাফা বিনতুবে ও ডিরেক্টর ফালালু বিলু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।



এসময় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের, ভাইস চেয়ারম্যান ইউসিফ আবদুলাহ আল-রাজী ও ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার, ডাইরেক্টর ড. আবদুল হামিদ ফুয়াদ আল-খতিব, ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)’র প্রতিনিধি মোহাম্মদ আদনান মাইদানি ও কুয়েত আওকাফ পাবলিক ফাউন্ডেশনের প্রতিনিধি মোহাম্মদ আবদুলাহ আল-জালাহমাহসহ ব্যাংকের দেশী-বিদেশী ডাইরেক্টর ও ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।