ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

অর্থনৈতিক মুক্তি অর্জন করা এখনও সম্ভব হয়নি: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
অর্থনৈতিক মুক্তি অর্জন করা এখনও সম্ভব হয়নি: অর্থমন্ত্রী

সিলেট: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। তবে মুক্তির ৩৯ বছর পরও আমরা অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারিনি।



তিনি বলেন, ‘এ ক্ষেত্রে রয়েছে নানা রকম বৈষম্য ও প্রতিবন্ধকতা। সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়নে এ বৈষম্য ও প্রতিবন্ধকতা দূর করতে হবে। বঞ্চিতদের নানা রকম সহযোগিতার মাধ্যমে সাম্যের অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। ’

রোববার সকাল ১০টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যাবহার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাধীনতার বিরোধীদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধের বিজয় ধরে রাখতে হলে আমাদের অবশ্যই স্বাধীনতার পরাজিত শক্তির মোকাবেলা করতে হবে। আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। ’

ছাত্র রাজনীতি সম্পর্কে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা অর্জনে ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সুস্থ ছাত্র রাজনীতির কোনো বিকল্প নেই। ’

সিকৃবিতে ছাত্র সংসদ প্রতিষ্ঠার ওপর গুরুত্বআরোপ করে আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘ছাত্র-ছাত্রীদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের ক্ষেত্রে তথা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন বিশ্ববিদ্যালয় হিসাবে এখন দ্রুত এটি প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। ’

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঁঞার সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সিকৃবির সিন্ডিকেট সদস্য ও সংসদ সদস্য  শফিকুর রহমান চৌধুরী, উপাচার্য অধ্যাপক ড. শহীদ উল্লাহ তালুকদার, মৎস্য অনুষদের ডিন অধ্যাপক মতিয়ার রহমান হাওলাদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।