ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

কাল থেকে ‘জেড’ ক্যাটাগরিতে দুলামিয়া কটন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিল আগামীকাল সোমবার থেকে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

গত ৩০ জুন কোম্পানির সমাপ্ত অর্থবছরে কোম্পানির পক্ষ থেকে শেয়ার হোল্ডারদের জন্য কোনও লভ্যাংশ অনুমোদন না করায় পুঁজিবাজার আইন অনুযায়ী কাল থেকে এটি ‘জেড’ ক্যাটাগরিতে স্থান পায়।


 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হওয়ায় নতুন ক্যাটাগরিতে লেনদেনের ৩০ কার্য দিবস অতিক্রান্ত না হওয়া পর্যন্ত এর শেয়ার ক্রয়ে কোনও ঋণ না দেওয়ার জন্য ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে ডিএসই।  

উল্লেখ্য, ১৯৮৯ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুলামিয়া কটন স্পিনিং মিল। এর অনুমোদিত মূলধন ৩শ’ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৭৬ কোটি টাকা।

এর আগের বছর কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের মাত্র ২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।    

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।