ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

নাসির উদ্দিন, আখাউড়া প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): পণ্যের ওয়েট ব্রিজ (ওজন মাপার যন্ত্র) মেরামতের জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার থেকে ভারি পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে মাছ রপ্তানি হবে।



স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে রোববার সন্ধ্যায় জানানো হয়, ত্রিপুরার আগরতলা স্থলবন্দরে পণ্যের ওয়েট ব্রিজ মেরামতের জন্য ভারতীয় ব্যবসায়ীরা সোমবার সকাল থেকে ভারি কোনো পণ্য আমদানি করবেন না।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানিয়ে বলেন, ‘আগামী সাতদিন পর্যন্ত এই অবস্থা চলতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।