ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ডিএসই’তে অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০
ডিএসই’তে অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে

ঢাকা: সূচকের উর্ধ্বমুখী দিয়ে শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। সোমবার দুপুর ১২ টা পর্যন্ত লেনদেন হওয়া ২২৮টি কোম্পানির মধ্যে ১৬৮ টি কোম্পানির শেয়ারের দাম রেড়েছে।

কমেছে ৫৬ টি কোম্পানির শেয়ারের দাম। অপরিবর্তিত ছিল ৪টি কোম্পানির শেয়ারের দাম।

টানা দ্বিতীয় দিনের মতো ব্যাংকিং খাতের শেয়ারের দাম বৃদ্ধি ছিলো চোখে পড়ার মতো। লেনদেনের শুরু থেকে ব্যাংকিং খাতের শেয়ারের দামও ছিল উর্ধ্বমুখি।

তবে এদিন ব্যাংকিং খাতের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বীমা, আথির্ক প্রতিষ্ঠান, সিরামিক ও টেক্সটাইল খাতেরও বেশির ভাগ কোম্পানির দর বেড়েছে বলে জানান তিনি।

দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে মোট লেনদের পরিমাণ ৪৪৪ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১২৩৫ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।