ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ফড়িয়াদের কারণে ভরা মৌসুমে সবজির দাম কমছে না সাতক্ষীরায়

মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতীরা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১
ফড়িয়াদের কারণে ভরা মৌসুমে সবজির দাম কমছে না সাতক্ষীরায়

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলায় চলতি রবি মৌসুমে সবজির আবাদ ল্যমাত্রার কাছাকাছি পৌঁছলেও কমছে না সবজির দাম। বাজারে ওঠা নতুন সবজি বিক্রি হচ্ছে চড়া দামে।

তাই ভরা মৌসুমেও পছন্দমতো সবজি খেতে পারছে না সাধারণ মানুষ। জেলার বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তার মতে, মধ্যস্বত্ত্বভোগী বা ফড়িয়াদের কারণেই এখনো হাতের নাগালে আসেনি শীতের সবজি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি রবি মৌসুমে জেলায় ৮ হাজার ৮৪৪ হেক্টর ল্যমাত্রার বিপরীতে সবজি আবাদ হয়েছে ৮ হাজার ২৭ হেক্টর।

সদর উপজেলায় ২ হাজার ৩৭০ হেক্টর, কলারোয়া উপজেলায় ১ হাজার ২৩৫ হেক্টর, দেবহাটা উপজেলায় ৪৯০ হেক্টর, কালিগঞ্জ উপজেলায় ১ হাজার ৫৫ হেক্টর, আশাশুনি উপজেলায় ৪৮০ হেক্টর ও শ্যামনগর উপজেলায় ৬২০ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার সবজির চাষ করা হয়েছে।

আবাদকৃত সবজির মধ্যে ফুলকপি ৭০৮ হেক্টর, বাধাকপি ৭৪৫ হেক্টর, ওলকপি ৭২৫ হেক্টর, মূলা ৫১০ হেক্টর, বিট ১৩২ হেক্টর, টমেটো ৪০৩ হেক্টর, শিম ৩৫৬ হেক্টর, লাউ ১৯৩ হেক্টর, বেগুন ১০৯৮ হেক্টর, গাজর ১৪ হেক্টর, শালগম ৫২২ হেক্টর, পুঁইশাক ৭০ হেক্টর, লালশাক ৬২৩ হেক্টর, সবুজ শাক ১৫ হেক্টর, মিষ্টি কুমড়া ৬৩৫ হেক্টর, চাল কুমড়া ৭২ হেক্টর, বরবটি ১৬৯ হেক্টর, করলা ২৫ হেক্টর, উচ্ছে ১৫৯ হেক্টর, ঢেঁড়শ ১২২ হেক্টর, পটল ১৯৫ হেক্টর, পেপে ১২ হেক্টর, শশা ২৮ হেক্টর, কলা ১৫ হেক্টর ও ৬০ হেক্টর জমিতে মানকচু চাষ করা হয়।

সূত্র মতে, এ বছর সাতক্ষীরায় যে পরিমাণ সবজি উৎপাদন হয়েছে জেলার সবজি চাহিদা মিটিয়ে পাঠানো যাবে বাইরেও।

বুধবার শহরের বড়বাজার ঘুরে দেখা গেছে, সবজির বাজার অস্থির। একেক স্থানে একেক রকম দাম।

বাজারে আসা ক্রেতারা জানান, ভরা মৌসুমেও সবজির দাম আকাশ চুম্বি। অন্যান্য বছর এ সময় সবজির দাম এতো থাকেনা । এ বছর সবজি বেশ আগেই এসেছে বাজারে। তাছাড়া এ বছর কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি।

সাতক্ষীরার বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা আকমল হোসেন বাংলানিউজকে বলেন, ‘ মধ্যস্বত্ত্বভোগীদের কারণে দাম বাড়ছে সবজির।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।