ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চলতি অর্থবছরে প্রথম ছয় মাসে রাজস্ব আদায় বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১
চলতি অর্থবছরে প্রথম ছয় মাসে রাজস্ব আদায় বেড়েছে

ঢাকা: গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ২৭ দশমিক ১১ শতাংশ।

আর ৩০ হাজার ৭শ ২০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৩৩ হাজার ৫শ ৫০ কোটি টাকা।



সোমবার ২০১০-১১ অর্থবছরের প্রথম ছয় মাসের রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ।

তিনি আরও জানান, আয়করে  রেকর্ড ৩৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আমদানি ও রপ্তানি পর্যায়ে রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৬৮ শতাংশ । স্থানীয় পর্যায়ে মূসক প্রবৃদ্ধি ৩০ দশমিক ছয় শতাংশ এবং অন্যান্য করের প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৩৮ শতাংশ।

সংবাদ সম্মেলনে বর্তমানে দেশের সার্বিক অর্থনীতির অবস্থা ভাল রয়েছে বলে দাবি করেন এনবিআর চেয়ারম্যান।

রাজস্ব আদায়ে এত প্রবৃদ্ধির হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, এনবিআরের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, কোনো যৌক্তিক কারণ ছাড়া কর অব্যাহতি না দেওয়া, আয়কর মেলা, স্পট অ্যাসেসমেন্টের মত উদ্যোগ নেওয়ায় আয়করসহ সব ধরণের কর আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অগ্রগতি হয়েছে।

এসময় দেশের সার্বিক অর্থনীতির অবস্থা খারাপ সাংবাদিকদের এ ধরণের অভিযোগ নাকচ করে দিয়ে এনবিআরের সদস্য বশির উদ্দিন আহমেদ বলেন, প্রচুর এলসি খোলা হচ্ছে, আমদানি রপ্তানি প্রবৃদ্ধি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এসব সূচক থেকেও বোঝা যায় দেশের সার্বিক অর্থনীতির অবস্থা ভাল।

সংবাদ সম্মেলনে আয়কর ও মূল্যসংযোজন কর আইন বাংলায় প্রণয়ন করা হবে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।