ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মূল্য সংশোধনে ফিরছে ডিএসই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১
মূল্য সংশোধনে ফিরছে ডিএসই

ঢাকা: টানা চার কার্যদিবস ঊর্ধমুখি থাকার পর মূল্য সংশোধনের ধারায় ফিরছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

একই সঙ্গে কমেছে সব সূচক ও বাজার মূলধন। এরআগে গত চার কার্যদিবসে ডিএসইর সাধারণ মূল্য সূচক বেড়েছিল ১ হাজার ২৪৬ পয়েন্ট।

সোমবার ডিএসইতে সাধারণ সূচক ও লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন বাজার বিশ্লেষক ও সাধারণ বিনিয়োগকারীরা। তাদের মতে কয়েকদিন ঊর্ধমুখী থাকার পর এদিন বেশির ভাগ বিনিয়োগকারী লভ্যাংশ তুলে নিয়েছে। ফলে বাজারে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও সাধারণ সূচক কমেছে। অন্যদিকে এদিন লেনদেনের পরিমাণ টানা তৃতীয় দিনের মতো হাজার কোটি টাকা অতিক্রম করলো।  

এ ব্যাপারে পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওসমান ইমাম বাংলানিউজতে বলেন, গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে ঊর্ধমুখী থাকায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বঃস্থি ফিরে এসেছে। একইসঙ্গে বাজার টানা ঊর্ধমুখী থাকায় কিছুটা মূল্য সংশোধন হওয়া দরকার ছিল। ফলে আজ স্বাভাবিক নিয়মেই বাজারে মূল্য সংশোধন হয়েছে।

সোমবার ডিএসইতে লেনদেন  হওয়া ২৫৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮ টির এবং কমেছে ১৭৮ টির এবং  অবশিষ্ট ২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮৮ দশমিক ৩৮ পয়েন্ট কমে ৭ হাজার ৪৮৪ দমমিক ২৩ পয়েন্টে নেমে আসে। আর্থিক লেনদেনের পরিমাণ দাড়ায় ১ হাজার ৭৭ কোটি ৬৩ লাখ টাকা। এটি গতকালের চেয়ে চেয়ে ৭৫ কোটি ৬১ লাখ টাকা বেশি।          

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, গ্রামীণ ফোন, ইউসিবিএল, ডেসকো লি., পিপলস্ লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লি., বে-লীজিং, ন্যাশনাল ব্যাংক লি., বেক্সিমকো লি., তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ারওয়েজ ও সিএমসি কামাল।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।