ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজার: ডিএসইতে দু’দিনে সূচক কমেছে ২৯১ পয়েন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১১
পুঁজিবাজার: ডিএসইতে দু’দিনে সূচক কমেছে ২৯১ পয়েন্ট

ঢাকাঃ দ্বিতীয় দিনের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী অব্যাহত ছিল। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, সিমেন্ট ও সিরামিকস খাতের শেয়ারের বড় ধরনের দরপতন হয়েছে।

এদিন সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ২০৩ পয়েন্ট কমে ৭ হাজার ২৮০ দশমিক ৯৮ পয়েন্টে নেমে আসে।

এ নিয়ে গত দুই দিনে ডিএসইর সাধারণ মূল্য সূচক কমেছে ২৯১ পয়েন্ট।

মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ডিএসই’র সাধারণ সূচক ও লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমাকে মূল্য সংশোধন হিসেবেই দেখছেন বাজার বিশ্লেষকেরা। তবে দ্বিতীয় দিনের মতো সূচক কমে যাওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। তাদের মতে একদিন সব কোম্পানির শেয়ারের দাম বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়া কোনটাই স্বাভাবিক নয়। ফলে বাজার  নিয়ে তারা উদ্বিগ্ন।  

এ ব্যাপারে ডিএসইর সাবেক সিনিয়র সহসভাপতি আহমেদ রশিদ লালী বাংলানিউজকে বলেন, গত দুইদিনে বাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। বাজার স্বাভাবিক রয়েছে। তিনি আরো বলেন, বড় ধরনের দরপতনের পর গত কয়েক দিনে বাজারে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরে এলেও এখনো পুরোপুরি আস্থা আসেনি। এটা আসতে আরো কিছুদিন সময় লাগবে।      
 
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ২৫৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ২০ টির, কমেছে ২৩৩ টির এবং ২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে মোট লেনদেনের পরিমাণ ৯৩৮ কোটি ৪৯ লাখ টাকা। এটি আগের দিনের চেয়ে ১৩৯ কোটি ১৪ লাখ টাকা কম।       
   
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো - ইউসিবিএল, গ্রামীণ ফোন, তিতাস গ্যাস, বিএসআরএম স্টীল, বেক্সিমকো লিঃ, ন্যাশনাল ব্যাংক লিঃ, ইউনাইটেড এয়ারওয়েজ, পিপলস্ লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিঃ, ইউনিয়ন ক্যাপিটাল ও প্রাইম ব্যাংক লিঃ।

অন্যদিকে দর বৃদ্ধিতে আজকের প্রধান ১০টি কোম্পানি হলো - দেশবন্ধু পলিমার, ফাইন ফুডস্, এপেক্স স্পিনিং, এইচআর টেক্স, মিথুন নিটিং, ফার্মা এইড, রহিম টেক্সটাইল, স্ট্যার্ন্ডাড সিরামিক্, বিএসআরএম স্টিল ও বিডি ওয়েল্ডিং।

বাংলাদেশ সময়ঃ ১৯১০ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।