ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

৬ ব্রোকারেজ হাউজের অস্বাভাবিক লেনদেন: তদন্ত কমিটির মেয়াদ ২ কার্যদিবস বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১১
৬ ব্রোকারেজ হাউজের অস্বাভাবিক লেনদেন: তদন্ত কমিটির মেয়াদ ২ কার্যদিবস বেড়েছে

ঢাকা: অস্বাভাবিক লেনদেন তদন্তের জন্য গঠিত ৬ ব্রোকারেজ হাউজের তদন্ত কমিটির মেয়াদ আরো দুই কার্যদিবস বাড়ানো হয়েছে।

বুধবার তদন্ত কমিটির রির্পোট দেওয়ার কথা ছিল।

যথাসময়ে কাজ শেষ করতে না পারায় কমিটির কার্যক্রমের মেয়াদ আরো ২ কার্যদিবস বাড়ানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এসইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
 
গত ২০ জানুয়ারি বৃহস্পতিবার মাত্র পাঁচ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৬০০ পয়েন্ট নেমে যাওয়ায় ছয়টি ব্রোকারেজ হাউজের অস্বাভাবিক লেনদেনকে চিহ্নিত করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (এসইসি)। হাউজগুলো হলো আইআইডিএফসি, এনসিসি ব্যাংক, আল আরাফাহ ইসলামি ব্যাংক, ঢাকা ব্যাংক, অ্যালায়েন্স সিকিউরিটিজ, পিএফআই সিকিউরিটিজ।  

গত ২৬ জানুয়ারি এসইসির একজন উপ-পরিচালক ও একজন সহকারী পরিচালকের সমন্বয়ে দুই সদস্য বিশিষ্ট ৬টি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিগুলো ২ ফেব্রুয়ারির বুধবারের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল। কিন্তু যথাসময়ে কাজ শেষ করতে না পারায় বুধবার কমিটির মেয়াদ আরো দুই কার্যদিবস বাড়ানো হয়।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।