ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ডিএসইতে দরপতন: বিনিয়োগকারীদের বিক্ষোভ, হরতালে সমর্থন

গোলাম সামদানী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১
ডিএসইতে দরপতন: বিনিয়োগকারীদের বিক্ষোভ, হরতালে সমর্থন

ঢাকা: দরপতনের প্রতিবাদে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে ফের বিক্ষোভ করেছেন বিনিযোগকারীরা। সেইসঙ্গে বিএনপির ডাকা সোমবারের হরতালে তারা সমর্থনও দিয়েছেন।



এ সময় তারা অর্থমন্ত্রী, ডিএসইর সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগানও দেন।

উল্লেখ্য, এর আগে ২০১০ সালের ৮, ১২ ও ১৯ ডিসেম্বর এবং চলতি বছরের ৫, ৯, ১০, ১৮ ও ১৯ জানুয়ারি পুঁজিবাজারে বড় ধরনের দরপতনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।

যাই হোক, এদিন লেনদেন শুরুর মাত্র সোয়া ঘণ্টার মধ্যে দুপুর ১২টা ১৩ মিনিটে সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ২৯৭ পয়েন্ট কমে ৬ হাজার ৮২৭ দশমিক ৭৫ পয়েন্টে নেমে আসে।

এ সময় বিভিন্ন ব্রোকারেজ হাউজ থেকে শত শত ুদ্র বিনিয়োগকারী মিছিল সহকারে রাস্তায় নেমে আসেন এবং বিক্ষোভ শুরু করেন।

বিুব্ধ বিনিয়োগকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন। এতে মতিঝিল থেকে টিকাটুলি পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত অব্যাহত থাকে।

এ সময় বিনিযোগকারীরা রিকশা চলাচলেও বাধা দেন।

তবে মতিঝিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও তারা কোনও অ্যাকশনে যায়নি।

এদিকে, সড়ক অবরোধ করায় মতিঝিল এবং এর আশেপাশে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর ৩টা ৪৫ মিনিটে বিনিয়োগকারীরা চলে গেলে আবার যান চলাচল শুরু হয়।

এদিকে, দিনশেষে আগের দিনের চেয়ে সাধারণ মূল্য সূচক ৪০৬ পয়েন্ট কমে ৬ হাজার ৭১৯ পয়েন্টে নেমে আসে।

লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানির মধ্যে দাম কমেছে ২৩৮টির। বেড়েছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির দাম।

দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৭০৫ কেটি ২২ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।