ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

তদন্ত কাজে সরকার হস্তক্ষেপ করছে না: ইব্রাহীম খালেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১
তদন্ত কাজে সরকার হস্তক্ষেপ করছে না: ইব্রাহীম খালেদ

ঢাকা: পুঁজিবাজারের সাম্প্রতিক ঘটনার ‘কারসাজি তদন্ত কমিটি’র প্রধান খোন্দকার ইব্রাহীম খালেদ বলেছেন, ‘তদন্ত কাজে সরকার কোনোরকম হস্তক্ষেপ করছে না। সকলেই সহযোগিতা করছেন।

কাজ চলছে স্বাধীনভাবে। ’

রোববার মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তদন্ত কমিটির অপর দুই সদস্যও উপস্থিত ছিলেন।

ইব্রাহীম খালেদ আরো বলেন, ‘তদন্তের জন্য দু’মাস সময়টা একটু কম। প্রয়োজনে সময় আর একটু লাগতে পারে। এছাড়া অর্থমন্ত্রীকে বলেছি, তদন্ত কমিটির কার্যালয় জীবনবীমা টাওয়ারে না হয়ে কৃষিব্যাংকের প্রধান কার্যালয়ে হলে আমার জন্য সুবিধা হয়। ’

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।