ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

হরতালে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক

আখাউড়া প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১

আখাউড়া: বিএনপির ডাকা হরতালে সোমবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানিতে কোন প্রভাব পড়েনি। সকাল ৯টা থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ রপ্তানির মধ্যে দিয়ে শুরু হয় বন্দরের স্বাভাবিক কার্যক্রম।



বন্দর সূত্রে জানা যায়, বিরোধী দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিলো। সকালে ছোট মাছ,  ইলিশসহ অন্যান্য পণ্যের রপ্তানি পুরোদমে চলছে।

এদিকে জংশন সূত্র বাংলানিউজকে জানায়, আখাউড়া রেলওয়ে জংশনের উপর দিয়ে ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে ।

আখাউড়া স্থলবন্দর কর কর্মকর্তা আবুল বাশার চৌধুরী বাংলানিউজকে বলেন, বন্দরে হরতালে কোন সমস্যা হয়নি। আমদানি-রপ্তানিও স্বাভাবিকভাবে চলছে।

বাংলাদেশ সময়: ১২২৯, ৭ ফেব্রুয়ারি, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad