ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শেয়ারবাজারে দরপতন

রাজশাহীতে বিনোয়োগকারী-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাংচুর

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১
রাজশাহীতে বিনোয়োগকারী-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাংচুর

রাজশাহী: পুঁজিবাজারে দরপতনের প্রতিবাদে রাজশাহীতে ব্যাপক বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা।   মঙ্গলবার বেলা সাড়ে ১ টার দিকে বিক্ষোভ মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে বিনিয়োগকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকায় আইসিবির সামনে বিনিয়োগকারীরা সড়কে ব্যাপক বিক্ষোভ করে। তারা আইসিবি ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে তালা ঝুলিয়ে দেয়।
 
ক্ষুদ্র বিনিয়োগকারীরা জানান, লেনদেন শুরুর প্রথম ৪০ মিনিটেই মধ্যে সূচক পড়ে যায় ৪০০ পয়েন্ট। পরিস্থিতি দেখে তাৎক্ষণিকভাবে লেনদেন বন্ধ করে দেওয়ায় রাস্তায় নেমে এসে বিক্ষোভ শুরু করেন বিনিয়োগকারীরা। এসময় পুলিশের সঙ্গে বিনিয়োগকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ পরিস্থিতিতে রাজশাহী  আইসিবি সেন্টারের সামনে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।